Print Date & Time : 15 July 2025 Tuesday 4:54 am

সিলেটে ভ্রাম্যমান ভ্যাট বুথ এর উদ্বোধন

সিলেট অফিস :কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্যোগে “ভ্রাম্যমান ভ্যাট বুথ” এর উদ্বোধন করা হয়েছে।

৫ জুন সোমবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোহাম্মদ আকবর হোসেন আনুষ্ঠানিক ভাবে বুথ উদ্বোধন করেন।

এ সময় সকল স্তরের অংশীজনের সাথে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্ম কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তাগণ।

০৫-০৬ জুন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সিলেট জেলার নির্ধারিত স্থানসমূহে “ভ্রাম্যমান ভ্যাট বুথ” এর মাধ্যমে ভ্যাট বিষয়ক সেবা প্রদান কার্যক্রম চালু থাকবে। এ সকল সেবার মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ণ জমাদান, মূসক চালান ইস্যু প্রভৃতি সেবা অন্তর্ভুক্ত রয়েছে। সম্মানিত ব্যবসায়ীগণ এ ভ্যাট বুথে এসে মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত সকল ধরণের জিজ্ঞাসার প্রাতিষ্ঠানিক জবাবও পেতে পারেন।
এ বিষয়ে কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান যে, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট এর উদ্দোগে আয়োজিত ভ্রাম্যমান ভ্যাট বুথ এর মাধ্যমে সকল করদাতা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূসক নিবন্ধন, অনলাইনে দাখিলপত্র দাখিল, মূসক চালানপত্র ইস্যু, বিভিন্ন মূসক ফরম ইস্যু প্রভৃতি সংক্রান্ত তাৎক্ষনিক সেবা প্রদান করা হবে। বর্নাঢ্য এই “ভ্রাম্যমান ভ্যাট বুথ” ৫-৬ জুন ২০২৩ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন স্থানে সেবা প্রদান করবে।

দৈনিক দেশতথ্য//এইচ//