Print Date & Time : 28 July 2025 Monday 6:04 pm

সিলেটে মৃত্যুদন্ডপ্রাপ্ত ছিনতাইকারি গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমা থানার তেঁতলী গ্রামের অটোরিকশা (বেবীটেক্সি) চালক চাঞ্চল্যকর জিলু মিয়া হত্যা মামলার মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলিপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আশরাফুল (২১)। তাকে রোববার (১৮ ডিসেম্বর) ভোরে বৈরাগী বাজারের জমশেরপুর সেতুর উপর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ২০০২সালের ২৭ নভেম্বর রাতে দক্ষিণ সুরমার নাজির বাজার থেকে যাত্রী সেজে নিহত চালক জিলু মিয়ার অটোরিকশা (বেবীটেক্সি) রিজার্ভ করে মৃতুদন্ডপ্রাপ্ত আসামি আশরাফুলসহ চারজন। তারা চালক জিলু মিয়াকে ফরিদপুর এলাকায় নিয়ে চুরিকাঘাতের পর হত্যা করে তার অটোরিকশা (বেবীটেক্সি) নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে নিহত জিলু মিয়ার বাবা তেতলী গ্রামের চেরাগ আলী। মামলা নং-০৮/২০০২ইং। আর এই মামলায় চলতি বছরের ১৯ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন। সেই সাথে আদালত ১লাখ টাকাও জরিমানা করেন বলে পুলিশ জানায়। 

রায়ের পর পলাতক থাকা অবস্থা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তারেক//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৮,২০২৩//