সিলেট নগরীর ক্বিনব্রিজের পাশে খেয়াঘাটের সামনে ইয়াসিন খান সানি (৩৫) নামের এক যুবককে পিঠিয়ে রক্তাক্ত আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
ইয়াসিন খান সানি দক্ষিণ সুরমার গোঠাটিকর এলাকার বাসিন্দা ও কালিঘাটের কাঁচামাল ব্যবসায়ী।মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় সেখানে একটি মারামারির সংবাদ পেয়ে তারা সেখানে যান। পরে হাসপাতালে গিয়ে ইয়াসিন খান সানিকে দেখে এসেছেন।
তিনি আরও জানান, আগেও একটি মারামারির ঘটনা ঘটেছিলো, এর জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।এবিষয়ে এখনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি পুলিশের নজরধারীতে আছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ অক্টোবর ২০২৩