কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিলেট নগরের ছড়ারপারে কামুক যুবকের ছুরিকাঘাতে এক গৃহবধূকে খুন হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রথম প্রহর রাত ২টার দিকে ছড়ারপারের জাহাঙ্গির মিয়ার কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।
এসময় ওই গৃহবধূর স্বামীকেও ছুরিকাঘাত করেন ওই যুবক।
নিহত জেসমিন বেগম (২২) কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাহেতেরটেকী গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। তাদের পরিবার ছড়ারপার এলাকার জাহাঙ্গির মিয়ার কলোনিতে কলোনিতে ভাড়ায় থাকে।
হন্তারক শাহারুখ আহম্মেদ তারুল (২৪) সুনামগঞ্জ জেলার দিরাই থানার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। সে নিহত জেসমিনের স্বামী আরিফের খালাতো ভাই। ঘটনার পর কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তারুলকে আটক করে।
পুলিশ ও সংবাদসূত্র জানায়, তারুল মিয়া আগে রিকশা চালাতো। বর্তমানে কিছু করেন না। জাহাঙ্গির মিয়ার কলোনিতে একটি ঘরে ভাড়া থাকে। জেসমিনকে প্রায়ই উত্যক্ত করতো সে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাত ২টার দিকে জেসমিনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই জেসমিনের মৃত্যু ঘটে। ঘটনার সময় জেসমিনের স্বামী বাধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করেন তারুল। আহত আরিফ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) খুন ও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post