Print Date & Time : 22 April 2025 Tuesday 5:03 pm

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার


সিলেট নগরের বনশ্রী আবাসিক এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৮টার দিকে নগরীর আম্বরখানা এলাকার বনশ্রীর একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।মৃত যুবক তানভীর আহমদ (২৮) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে।

স্ত্রীকে নিয়ে তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে এটা আত্মহত্যার ঘটনা।

তবে কী কারণে তানভীর আত্মহত্যা করেছেন বা তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩