Print Date & Time : 4 May 2025 Sunday 4:04 am

সিলেটে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিলেট অফিস: সিলেটের বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বদরনগর এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. মুবীন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার বদরনগর গ্রামের সুইচ গেইট এলাকার বড়ভাগা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মুড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বন্দুক ও গুলি থানাপুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অস্ত্র রয়েছে এমন খবর পেয়ে গত সপ্তাহে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদের বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেসময় কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে- বন্দুকটি জুয়েল আহমদের হতে পারে। বর্তমানে জুয়েল পলাতক রয়েছেন বলে জানা গেছে।