Print Date & Time : 8 September 2025 Monday 10:54 pm

সিলেটে রাষ্ট্রপতির সহধর্মিণী

এক দিনের সংক্ষিপ্ত এক সফরে সিলেটে এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিণী রেবেকা সুলতানা।

সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট এসে পৌঁছান।

রাষ্ট্রপতির সহধর্মিনী ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে ফুল দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন এসএমপি কতৃপক্ষ।

এসময় এসএমপি কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, পুলিশ সুপার (সিলেট জেলা) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ জায়েদ হাসান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় রাষ্ট্রপতির সহধর্মিণীর সঙ্গে ছিলেন পরিবারের তিন সদস্য। তার হলেন, তাহমিদ আদনান, তাহসিন আদনান এবং তারেক হোসাইন ভূঁইয়া।
সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)- এর মাজার জিয়ারত করেন।পরে বিকাল ৫টা ২০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দপন রেবেকা সুলতানা।

দৈনিক দেশতথ্য//এইচ/