Print Date & Time : 21 July 2025 Monday 11:18 am

সিলেটে শিশুর লাশ উদ্ধার

সিলেট নগরীর পালপুর গ্রাম থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শিশুটির লাশ বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয় বলে জানা যায়। নিহত শিশু সাহেরা জান্নাত (৩ মাস)। সে পালপুর গ্রামের হাফিজ আব্দুল কাইয়ুম এর মেয়ে।

হাফিজ আব্দুল কাইয়ুম জানান, তিন মাস বয়সী শিশু মেয়েটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় নিজ ঘর থেকে চুরি হয়। পরবর্তীতে বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার সময় বাড়ির পিছনে পুকুরে তার লাশ দেখতে পান।

পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় পুলিশের উপ পরিদর্শক মুকুল আহমেদ জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি কিভাবে মারা গেল।

দৈনিক দেশতথ্য//এইচ/