Print Date & Time : 21 April 2025 Monday 8:01 am

সিলেটে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেট অফিস: কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় দক্ষিণ সুরমা উপজেলার বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মঙ্গলবার ০৫ মার্চ এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিন সুরমা

উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন, প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক মাহবুব আলম। 

কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, সাইবার অপরাধ এমন একটি অপরাধ- যা অনেকের অজান্তেই সংঘটিত হয়ে যাচ্ছে। বিশেষ করে কিশোর-কিশোরীরাও এ অপরাধের শিকার হচ্ছে। ঊর্মি রায় আরো বলেন, এ বিষয়ে প্রতিকার পেতে হটলাইন নাম্বারসমূহ জেনে রাখা প্রয়োজন। এ ধরনের অপরাধ থেকে কোমলমতি শিক্ষার্থীরা বিশেষ করে বালিকারা যাতে নিরাপদ থাকে, সেদিকে সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। 

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন সভাপতির বক্তব্যে বলেন, নানা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে সিলেট জেলা তথ্য অফিস। কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ বিষয়ে সচেতন করার লক্ষ্যেই এ আয়োজন বলে তিনি মন্তব্য করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ মার্চ ২০২৪