Print Date & Time : 27 July 2025 Sunday 11:15 pm

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রাগাও নামক স্থানে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী আমির উদ্দিন সহ ৭ জনের মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আজ এক শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০ জুলাই সকাল ৯টায় নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রাগাও এলাকার পিয়াইনগুল কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোম্পানিগঞ্জগামী একটি মাইক্রবাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট অভিমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যানবাহন দুটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন প্রাণ হারান।

দৈনিক দেশতথ্য///এস//