সিলেট জেলা শাখার অন্তর্গত সকল পৌরসভা, উপজেলা সম্মেলন সম্পন্ন করে আগামী ১১ সেপ্টেম্বর সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলনকে সফল করার লক্ষ্যে অতিরিক্ত দায়িত্ব পেলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এবং সাবেক বিরোধীদলীয় হুইপ ও সংসদ সদস্য মাাননীয় চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন।
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি সিলেট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে উক্ত ক্ষমতাপ্রাপ্ত আতিকুর রহমান আতিক ও সেলিম উদ্দিন এর মতামতই মাননীয় মহাসচিবের মতামত হিসেবে গণ্য হইবে মর্মে সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ককে নির্দেশ প্রদান করেন।
গত ৬ আগস্ট জাতীয় পার্টির মহাসচিবের নির্দেশে এক পত্রে এ তথ্য জানিয়েছেন পার্টির দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।
উল্লেখ্য বিগত ২০১৩ সালের সেপ্টেম্বরে ঐতিহাসিক সিলেট রেজিস্ট্রি মাঠে তৎকালীন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি সেলিম উদ্দিন সভাপতিত্বে সফল সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর থেকে বিগত ১০বছরেও সিলেট জেলা জাতীয় পার্টির কোন সম্মেলন অনুষ্ঠিত হয় নি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ আগস্ট ২০২৩

Discussion about this post