Print Date & Time : 28 July 2025 Monday 2:50 pm

সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজারে বাস ক্যাভার্ডভ্যান সংঘর্ষে ১৫ জন আহত

সিলেট-ঢাকা মহাসড়কে লালাবাজার এলাকায় বাস ক্যাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদরদপ্তরের সম্মুখে দুর্ঘটনা ঘটায় এপিবিএন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি  হাসপাতালে প্রেরন করে এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে। ৭ এপিবিএন সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ সুরমার থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ অক্টোবর  ২০২৩