Print Date & Time : 3 May 2025 Saturday 10:44 pm

সিলেট নগরীতে যুবদলের পিকেটিং মিছিল

বিএনপি আহুত ৪৮ ঘন্টার হরতালের ২য় দিন রবিবার হরতাল চলাকালে ডামি নির্বাচন বর্জন করে নগরীর পৃথক স্থানে পিকেটিং ও মিছিল করে সিলেট মহানগর যুবদল। রবিবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর আখালিয়া এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, সাহেল রহমান, রিপন চৌধুরী, সামাদ হোসেন সাজু, সাদ্দাম হোসেন লিটু, তানভীর আহমদ বাবলা, মানিক আহমদ, সাদ্দাম হোসেন, লায়েক আহমদ, পারভেজ আহমদ, আনোয়ার হোসেন হৃদয়, মুহিবুর ও মিলাদ প্রমুখ।

এদিকে রবিবার নগরীর তালতলা এলাকায় মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলালের নেতৃত্বে মহানগর যুবদলের উদ্যোগে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। এসময় যুবদল নেতা এম এ সালাম, আমিনুল হক তুহিনসহ ওয়ার্ড যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন- কথিত ভাগবাটোয়ারার নির্বাচন বর্জনের মাধ্যমে সিলেটবাসী প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ভোটারবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশন যে ঘৃনার নজির স্থাপন করেছে জাতি তাদের কখনো ক্ষমা করবেনা।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৭,২০২৪//