Print Date & Time : 28 July 2025 Monday 6:43 am

সিলেট নগরীর পূজামন্ডপ পরিদর্শনে মেয়র

সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার (২২ অক্টোবর) বিকাল ৪ টায় রামকৃষ্ণ মিশন থেকে পূজামন্ডব পরিদর্শন শুরু করেন মেয়র। এরপর তিনি নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে যান। এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তিনি বলেন, সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত হচ্ছে সিলেট। আর এই দৃষ্টান্ত যুগ যুগ ধরে সিলেটে বিদ্যমান বলেই ধর্ম যার যার উৎসব সবার- এই রীতিতে আমরা এগিয়ে চলছি।

সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালনের জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমাদের দেশের সরকার দেশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের মাঝে এখন স্বস্তি নিশ্চিত হয়েছে। বর্তমানে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং সামর্থ্য আছে বলেই প্রতি বছর দূর্গাপূজা মন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যথায় এটি হতো না।

সনাতন সম্প্রদায়ের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আমাদের দেশে কে কোন ধর্মাবলম্বী বা কোন সম্প্রদায়ের সেটি কখনো বিবেচনা করা হয়না। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক। সেভাবেই সবাই মিলেমিশে একাকার। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। সামনের নির্বাচনে এই কথাগুলো সবাইকে বিবেচনায় রাখতে হবে।’

পরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর আরও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, মিশনের সহ সভাপতি দিবাকর ধর রাম, মহানগর পূজা পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক চন্দন দাস, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জাহাঙ্গীর আলম, এবিএম এম জিলালুর রহমান উজ্জল, কাউন্সিলার নাজমুল ইসলাম, জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম নাদিম, হিরন মাহমুদ নিপু, রুহেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজোয়ান আহমদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, যুগ্ম সাধারণ সম্পাদক এম আব্দুল মুকিত, দেবাশীষ দাসসহ নেতৃবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২২,২০২৩//