Print Date & Time : 9 May 2025 Friday 5:46 pm

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারীদের আন্দোলন

বেতনভাতাসহ চাকরি স্থায়ী করণসহ ৩দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিরা।

বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সমন্বয়ে গঠিত ‘সিমেবি কর্মচারী পরিষদ’ এর উদ্যোগে এ আন্দোলন কর্মসূচী পালন করা হচ্ছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টা ১মিনিটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আন্দোলনে নামেন সিমেবি কর্মচারী পরিষদের সদস্যবৃন্দ।

সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীরা।

এর আগে একই দাবিতে ‘গণসাক্ষর সংগ্রহ কর্মসূচি’ ও প্রতীকী কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, প্রায় এক বছর যাবত বিশ্ববিদ্যালয়ের ২৪২ জন কর্মকর্তা-কর্মচারির বেতন-ভাতা বন্ধ রয়েছে। নানা জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’দফায় জনবল নিয়োগের জন্য
সার্কুলার আবেদন করলেও নানা জটিলতায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে
পারেনি। আন্দোলনকারীরা প্রাধনমন্ত্রী র সুদৃষ্টি কামনা করেন।

সিমেবি কর্মচারী পরিষদের সদস্য সচিব নাদিম সীমান্ত জানান, ৩ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাব। আগামীতে আরও কঠোর কর্মসূচীর ডাকা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

দৈনিক দেশতথ্য//এইচ/