সিলেট অফিস : সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় মহিষ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮)।
শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর বিওপি ও বাংলাবাজার বিওপিসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-১৯০ পিস ভারতীয় কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫টি হেয়ার ওয়েল, শুকনা সুপারি ১ হাজার ৫০০কেজি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল, ১৩ হাজার ৩০ কেজি বাংলাদেশি রসুন, শিং মাছ ১৮০ কেজি। এসময় একটি মোটরসাইকলে জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৫৮ লাখ ৮৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষের চালানটি জব্দ করা হয়। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমসে জমা করে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।
হা/05/10/24 dtbangla

Discussion about this post