সিলেট প্রতিনিধি: সিলেট সীমান্তে আবারো শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিলেট সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার সোনালীচেলা বিওপি, কালাসাদেক বিওপি, বাংলাবাজার বিওপি ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজিবির সূত্র জানায়, অভিযানে ভারতীয় শাড়ী ৭২ পিস, পর্দার কাপড় ২১৭.৫ মিটার, মোটরসাইকেল ২টি, রসুন ১৪,৮৪০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৫টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ৯৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।
এহ/12/11/24/ দেশ তথ্য

Discussion about this post