সিলেট অফিস :
শতাধিক নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (২৩ মে) দুপুর ১২টার দিকে তিনি রিটার্নিং কমর্কর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে যান।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদ্বয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এর আগে থেকেই সেখানে এসে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সব মিলিয়ে কয়েক শ নেতাকর্মী সেখানে উপস্থিত হন। পরে তিনি রিটার্নিং কমর্কর্তার কার্যালয়ে যান। এ সময় দলের শতাধিক নেতাকর্মী তার সঙ্গে যান। তাদের উপস্থিতিতে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী, সাংগঠনিক সম্পাদক রণজিত সরকার, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী প্রমুখ।
সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করিনি। সিলেট জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং একজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছি।অন্য যারা ছিলেন তারা কাউন্সিলর প্রার্থীসহ তাদের সমর্থক।’
এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। পরে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কল রিসিভ করেননি।
এ নিয়ে মেয়র পদে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন। তাদের মধ্যে তিনজন মঙ্গলবার এবং তিনজন সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল ২৩ মে মঙ্গলবার। ২৫ মে মনোনয়ন ফরম বাছাই, ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ জুন প্রতীক বরাদ্দ শেষে আনুষ্ঠানিক প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।
দৈনিক দেশতথ্য//এইচ//