Print Date & Time : 21 July 2025 Monday 1:35 pm

সীতাকুণ্ডের এসিল্যাণ্ডকে তাৎক্ষণিক প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।

গত ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল মঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমকে সহকারী কমিশনার ভূমি পদ থেকে প্রত্যাহারপূর্বক সহকারী কমিশনার পদে করা পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারিকৃত ওই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ করা হয়েছে। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী মুখ্য সচিব, জন বিভাগ সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জুলাই “এসিল্যাণ্ডের কাপড় “লন্ড্রি ওয়াশ” করায় দোকানিকে শাস্তি, অতঃপর…”শিরোনামে একুশে পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

একটি ঘটনার প্রেক্ষিতে প্রস্তুত ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সীতাকুণ্ডের এসিল্যাণ্ড মোঃ আশরাফুল আলমের জামাকাপড় ড্রাইওয়াশ না করে লন্ড্রি ওয়াশ করায় কিশোর দাশ নামে এক নিরীহ দোকানিকে ভূমি অফিসে ডেকে নিয়ে শাস্তি দেয়া হয়েছে। তাকে ১ হাজার টাকা জরিমানাসহ ১’শ টাকার স্ট্যাম্পে লিখিত মুচলেকা নেন।

অনেকেই জানান, এই ঘটনায় এসিল্যাণ্ড মোঃ আশরাফুল আলমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এস//