সীতাকুণ্ডর কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবি।
৫ জুন বিবৃতিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ আরো বলেন, সরকার উন্নয়নের রোল মডেলের যে গল্প শোনায় তা কেবল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই ব্যর্থতার হাত থেকে মুক্তি পেতে চলমান সরকারের অধিকাংশ মন্ত্রীকে অব্যহতি দিয়ে দক্ষ- যোগ্য ব্যক্তিদেরকে মন্ত্রী পরিষদে নিয়োগের এখনই সময়।
দৈনিক দেশতথ্য//এল//