মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কালাপানি নামক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার আজান ও জুগিন্দা গ্রামের ৯ যুবক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি), সকালে সীতাকুণ্ড থেকে গ্রামে ফিরে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেন, আজান গ্ৰামের ছহিরউদ্দিনের ছেলে নুর ইসলাম, ছলেমানের ছেলে সেলিম, আফসার মাস্টারের ছেলে দোলন, সামুর ছেলে হাব্বুর, হাসেমের ছেলে জহুরুল, শওকতের ছেলে রকি, সানোয়ারের ছেলে কুহেল, জুগিন্দা গ্রামের রমজান আলীর ছেলে হিমেল, ও আব্দুম করিম (কসাই)।
তিনারা জানান, গত সোমবার নিজ এলাকা থেকে মাইক্রোবাসযোগে সীতাকুণ্ড, সাজেক ভ্যালি, নীলাচল, চুম্বক পাহাড়, আলী গুহা, কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে রওনা দেয় ৯ জন যুবক ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কালাপানি নামক এলাকায় পৌঁছলে প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল তাদের গাড়ীর সামনে এসে গতিরোধ করে।
এসময় সন্ত্রাসীরা তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ ব্যাগ ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এহেন ঘটনায় স্থানীয় সীতাকুণ্ড মডেল থানার ডিউটি অফিসারকে জানালে তাদের এলাকার অন্তর্ভূক্ত নয় বলে জানান এবং নিকটস্থ পুলিশ ক্যাম্পে গিয়ে বিষয়টি জানাতে বলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ফেব্রুয়ারী ২০২৪

Discussion about this post