Print Date & Time : 21 July 2025 Monday 4:39 am

সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও অফিস:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয় বাংলাদেশিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২০ জুলাই) ভোররাতে ওই ছয় বাংলাদেশি, দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবির পক্ষে থেকে জানানো হয়েছে, তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। হস্তান্তরকৃতরা বালিয়াডাঙ্গী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের পরিচয় যাচাইয়ের পরে স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।