সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে হত্যাকান্ড বন্ধ হচ্ছে না। এটা খুব দু:খজনক। বিজিবি ও বিএসএফ তাদের সাধ্যমতে সীমান্তে হত্যাকান্ড বন্ধ করতে চেষ্টা করছে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় লালমনিরহাট ও নীলফামারী জেলার শীতার্ত তিস্তা নদী পাড়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে যেসব শহীদদের কবর দেশের বাহিরে রয়েছে তাদের কবর দেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে। দেশে এনে কবর দেওয়ার ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের মৃতদেহ স্বাধীন বাংলাদেশের মাঠিতে থাকবে। এবাবে শহীদদের মর্যাদা দেয়া হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন (সাবেক প্রতিমন্ত্রী)।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন,অতিরিক্ত মহাপরিচালক (অপস্)কর্নেল কামরুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টি এম মমিন, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//