সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেছেন, দুই রাষ্ট্রই চায় সীমান্তে হত্যা শুন্যের কোঠায় নামিয়ে আনতে। সীমান্তে হত্যা বন্ধের চেষ্টা অব্যাহত আছে।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাটের চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের পল্টাটিনাম জুবিলি (৭৫ বছর উদযাপন) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুই রাষ্ট্রের বিধি বিধান রয়েছে যাতে ভিসা পাসপোর্ট ছাড়া কেউ না যায়। আমরা সীমান্তে একজনেরও মৃত্যু চাই না। সামনের দিনে সীমান্ত হত্যা শুন্যের কোঠায় নামবে। সেই লক্ষ্য নিয়ে দুই দেশ কাজ করছে।
লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় পাকিস্তান পরবর্তী সময়। শুধুমাত্র মোগলহাটের রেল লাইনটি চালু ছিল ভারতের সাথে যোগাযোগে। এ রুট দিয়ে কয়লা, পাথর, লুলেকেটেং ওয়েল আসত।
চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উদযাপন অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় পরিচালক মিসেসঃ খৃস্টাবেল কালাইসেলভি, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন প্রমুখ। অনুষ্ঠানে চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদার রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post