Print Date & Time : 2 August 2025 Saturday 2:46 pm

সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি : যশোর ৪৯ বিজবি ব্যাটলিয়েনের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক করেছে। তবে এসময কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী

বিজিবি কর্মকর্তা জানান, বিজিবি’র চৌকস টহলদল রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা।

আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে বলে জানান কাষ্টম সংশ্লিষ্টরা।

এম/দৈনিক দেশতথ্য//