Print Date & Time : 22 April 2025 Tuesday 11:37 am

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে কুষ্টিয়ায় মানবন্ধন

কুষ্টিয়া বড় মসজিদের সামনে বুধবার (৫ ই জুলাই, ২০২৩) বাদ আছর মানববন্ধন করা হয়। গত ঈদ উল আযহ ‘র দিন সুইডেনের রাজধানী স্টোকহোম এর সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। কুষ্টিয়ার তরুণ প্রজন্ম ও সচেতন যুব সমাজের পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কেন্দ্রীয় বড় জাম ই মসজিদ কমিটি, থানাপাড়া ঈদগাহ কমিটি, এনএস রোডের দোকানের ব্যবসায়ী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মসজিদে নিয়মিত জামাত আদায়কারী মুসল্লীগণ।

উল্লেখ্য, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা সুইডেনে বারবার করে ঘটছে। অতি-দক্ষিণপন্থিরা অতীতে এই কাজ করে বিতর্কের ঝড় তুলেছেন। অতি-দক্ষিণপন্থি রাজনীতিবিদ পালুদান তো এই কাজ করে বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এবারের ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৫,২০২৩//