Print Date & Time : 20 July 2025 Sunday 10:35 am

সুইডেনে কোরান অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পুলিশের সহায়তায় উগ্রবাদী চরম কট্টোরপন্থী সংগঠনের ব্যানারে আল-কোরআনকে চরমভাবে অবমাননা করে পোড়ানোর প্রতিবাদ ও ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইমাম পরিষদ পটুয়াখালী জেলা শাখা।

শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইমাম পরিষদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ইসা রুহুল্লাহ।

এসময় জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোঃ আবু সাঈদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সুইডিস সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুইডেন সরকারের হীন উদ্দেশ্যে প্রনোদিত, উস্কানীমূলক, ইসলাম বিদ্বেষী ও কাপুরোষোচিত, ঘৃন্য, ক্ষমার অযোগ্য কর্মকান্ডের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে পটুয়াখালী জেলা ইমাম পরিষদ ।

দৈনিক দেশতথ্য///এস//