Print Date & Time : 21 July 2025 Monday 7:30 pm

সুইডেনে পবিত্র কুরআন অবমননার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

শেখ দীন মহমুদ,খুলনা প্রতিনিধি:

গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনায় উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে এ উপলক্ষে শনিবার(০৮ জুলাই) সকালে নগরীর
ফেরীঘাট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যদিয়ে শেষ হয়। উলামা মাখায়েষ পরিষদ
খুলনা মহানগরীর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে
বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা
আবদুর রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর।

বক্তৃতায় উলামা মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দরা বলেন, যারা কুরআন অবমাননা করে
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের
মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। তাইতো তৌহিদী জনতাদের আজ ইমানী পরীক্ষার
সময় এসেছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা
এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

নেতৃবৃন্দরা আরও বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ
আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে
দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং
কুরআন পোড়ানোর সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, কুরআন অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়।
তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি। এর আগেও সুইডেনে এমন নিন্দনীয়
অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা
নেয়ার দাবি জানান তারা।

দৈনিক দেশতথ্য// এইচ//