Print Date & Time : 11 May 2025 Sunday 10:55 am

সুইডেন প্রবাসী রহমান মৃধার কবিতা

-ঃ আমি তোমারই আশায়ঃ-


হে নতুন কুঁড়ি!
তোমাকেই বলছি শোনো।
আমি শুধু স্বপ্ন দেখিয়ে গেলাম,
তুমি সেটাকে বাস্তবে রূপান্তর কর।
আমি শুধু আশার বাণী শুনিয়ে গেলাম,
তুমি তাকে বাস্তবায়ন কর।
আমি অনেক কথা রেখে গেলাম,
তুমি তার প্রতিফলন কর।
আমি শুধু ভালোবাসার কথা বলে গেলাম,
তুমি ভালোবেসো।
আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম,
তুমি সাথে থেকো।
আমি সোনার বাংলা গড়তে স্বপ্ন দেখেছি,
তুমি সোনার বাংলা গড়।
আমি ভালো থাকতে চেয়েছিলাম,
তুমি ভালো থেকো।
আমি যা করতে পারিনি,
তুমি তা কর।
আমি আমার দেশকে শত্রুর হাত থেকে ফিরিয়ে এনেছিলাম,  
তুমি তাকে ধরে রেখো।
আমি তোমাকে বিশ্বাস করি,
তুমি আমাকে হতাশ কর না।
আমি এখনও আশাবাদী তোমাকে নিয়ে,
তুমি পারবে তাকে সুন্দর করে গড়ে তুলতে।
তোমার প্রতি যে বিশ্বাস আমার ছিল,
সে বিশ্বাস আমার আজও আছে।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি,
তাইতো বার বার তোমার মাঝে ফিরে আসি।
ইনশাআল্লাহ্, তুমিই পারবে!


রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।