Print Date & Time : 25 August 2025 Monday 11:24 am

সুখবর পেলেন লিটন দাস

অনেক দিন ধরেই নানা রকমের গুঞ্জন উঠেছিল বাংলাদেশ টেষ্ট দলের পরবর্তী অধিনায়কত্ব নিয়ে। কে হবেন পরবর্তী কাপ্তান। সেখানে নাম উঠেছিল বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানের নাম। অবশেষে তাই হলো। সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি সাকিবই টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন। এদিকে প্রথমবারের মতো বাংলাদেস্বহ টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বাংলাদেশ দলের অধিনায়কের বিষয়ে মিটিংয়ে বসে বিসিবি। সেখানেই আসে এমন সিদ্ধান্ত।

জা//দেশতথ্য/০২-০৬-২০২২//০৫.০১ পিএম