বাংলাদেশ থেকে যেসব কালো টাকা সুইচ ব্যাংকে জমা, সেগুলো উদ্ধারের পর বিনা সুদে ঋণ বিতরণ করা হবে। এক লাখ থেকে কোটি টাকা ঋণের প্রলোভনে অর্থ আদায় করছেন একটি এনজিও কর্মীরা। এমন প্রতারণার অভিযোগে এক নারী কর্মীকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় গতকাল শুক্রবার দুপুরে।
প্রতারণার অভিযোগে এনজিওর নারী কর্মীকে পুলিশে সোপর্দ
আটককৃত নারীর দাবী, তিনি টাঙ্গাইলের দেলদোয়ার থানার দেলদোয়ার চরপাড়া এলাকার দুলাল মিয়া ওরফে লাল মিয়ার স্ত্রী শিরিন আক্তার ওরফে শারমিন। তিনি অহিংস গণঅভ্যুথ্থা বাংলাদেশ নামে এনজিও কর্মী।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সুইস ব্যাংক থেকে টাকা এনে দেওয়া হবে সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে কালিয়াকৈর থেকে জাতীয় পরিচয় পত্রের তথ্য হাতিয়ে নিচ্ছে অহিংস গণঅভ্যুšথান বাংলাদেশ নামে কথিত একটি এনজিও। বিনা বেতনে নারী কর্মী নিয়োগ দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে চক্রটি। সাধারন মানুষকে বুঝানো হচ্ছে, বাংলাদেশ থেকে যেসব কালো টাকা সুইচ ব্যাংকে জমা, সেগুলো কিছু দিনের মধ্যে উদ্ধার করে গরীব অসহায় কর্মমুখী মানুষদের মধ্যে বিনা সুদে ঋণ বিতরণ করবে তারা। আর এভাবে সাধারন মানুষের সরলতাকে পুঁজি করে এনআইডি’র পাশাপাশি হাতিয়ে নিচ্ছে অর্থ। তাদের টার্গেট করা হচ্ছেন নারীরা। এক লাখ থেকে কোটি টাকা পর্যন্তু ঋণের প্রলোভনে জনপ্রতি ১০০ টাকা করে হাতিয়ে নিচ্ছেন চক্রটি। আর লোভে পড়ে ফরম পুরণের মাধ্যমে অর্থ দিয়ে দিচ্ছেন সহজ-সরল মানুষও। এভাবে শত শত মানুষের টাকা হাতিয়ে নেন তারা। ওই নারী কর্মী শিরিন তাদের উপজেলা ছাড়াও উপজেলার বড়ইবাড়ী, কোটামনি, মেদীআশুলাই, আষাড়িয়াবাড়ি সহ বিভিন্ন গ্রামের পাড়া-মহল্লায় যান।
গত রোববারও তিনি বড়ইবাড়ী এলাকার নারীদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে যায়। পরে স্থানীয় সচেতন মহলের লোকজন সদস্য হওয়ার কথা বলে তাকে আসতে বলে। গতকাল শুক্রবার সকালে টাকার লোভে আবারো ওই গ্রামে আসেন ওই কর্মী। এসময় পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সন্দেহ হলে তাকে আটক করে গ্রামবাসী। পরে তারা দুপুরে পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে ওই এনজিও’র সঙ্গে কথা বলা নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায়নি। তবে যাতায়াত খরচ হিসেবে ১০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করে ওই কর্মী শিরিন আক্তার জানান, বিনা বেতনে ওই এনজিওতে সেচ্চাসেবী হিসেবে কাজ করেন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় মোস্তফার জিম্মায় দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ/