সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ঢেউটিন বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। শনিবার (২০ আগস্ট) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ’ মন্ত্রীর হিজল বাড়িতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ঢেউ টিন বিতরণ করেন তিনি। ঢেউটিন বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উপহার মাপজোক করে হয় না। প্রবাসীদের কাছ থেকে যা এসেছে তাই গুরুত্বপূর্ণ। আমরা খুব খুশি। তবে সবাকেই আত্মনির্ভরশীল হতে হবে। ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন প্রবাসী বিপ্লব সরদার, সমাজকর্মী আলী খান, শান্তিগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক খান, সহ-সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির, আওয়ামীলীগ নেতা শাহীন আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার প্রমূখ।
একই দিন শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে জাতির পিতার ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জেলা পরিষদ আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপি বলেন গ্রাম শহরের ব্যবধান কমিয়ে পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রাম ও সুনামগঞ্জসহ সকল হাওরাঞ্চলের উন্নয়ন অগ্রাধিকার দিয়ে করতে চায়।
জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ,শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগেশ্বর চন্দ্র দাস ও কৃতি শিক্ষার্থী রাইসা রহমান চন্দ্রিমা।
অনুষ্ঠানে ২০২১ শিক্ষা বর্ষের এসএসসি তে জিপিএ ৫ প্রাপ্ত ১৭৫ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকার প্রাইজবন্ড ও ১০১ জন এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ৮ হাজার টাকার প্রাইজবন্ড সহ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীগ্রন্থ তুলে দেন অতিথিবৃন্দ।
শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জের আয়োজনে শান্তিগঞ্জে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিত সভা ও শিক্ষার্থীদের মাঝে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি প্রকল্প নিয়ে যাব। সুনামগঞ্জবাসীর জন্য শীঘ্রই কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আসবো। বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনোজিৎ মজুমদারের সভাপতিত্বে ও বায়োকেমিষ্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শিবলী জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সহযোগিী অধ্যাপক ডাঃ শান্তনু দাস, ডাঃ বীনা পানি সিনহা, ডাঃ প্রাণ কৃষ্ণ বসাক, ডাঃ মোহাম্মদ বাহা উদ্দিন, ডাঃ শিব প্রসাদ সিংহ, ডাঃ কোহিনুর আক্তার, প্রভাষক ডাঃ দেবজ্যোতি সিনহা, ডাঃ সমাপন সিংহা, ডাঃ ফারহানা হোসেন সাদিয়া, ডাঃ অরুনিমা দত্ত, ডাঃ মাহফিজা মজিদ বহ্নি, ডাঃ মোঃ শাহাদত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলি-মেডিসিন কর্ণার উদ্বোধন করেন। পরিশেষে পরিকল্পনা মন্ত্রী এমবিসিএস প্রথম বর্ষের ৩১ জন ও দ্বিতীয় বর্ষের ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে টেবিল ল্যাম্প বিতরণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২১.০৮.২০২২//

Discussion about this post