Print Date & Time : 24 August 2025 Sunday 7:47 pm

সুনামগঞ্জের মধ্যনগরে “শোক থেকে শক্তি” শীর্ষক আলোচনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদানদের স্মরণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় “শোক থেকে শক্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি শেষ পর্যন্ত শোক সমাবেশে পরিণত হয়েছে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এই সমাবেশ এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।

উপজেলা আহবায়ক ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারীনেত্রী সাজেদা আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার,সাধারন সম্পাদক পরিতোষ সরকার, ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু,আওয়ামীলীগ নেতা একলাছুর রহমান দ্বারা,প্রবীর বিজয় তালুকদার,আলমগীর খসুরু,প্রভাকর তালুকদার পান্না,দশরথ চন্দ্র অধিকারী ও মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//