সুনামগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে সভাপতি ও জুনিয়র সহ-সভাপতি নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক হিসেবে নেত্রীর নির্দেশেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
পাশাপাশি বর্তমান সভাপতি বর্ষীয়াণ রাজনীতিবিদ ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ২টায় স্থানীয় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান,প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি জৈবুনেছা হক,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,মহিলা এমপি এড. শামীমা আক্তার খানম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট আলী আমজাদ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,এড. হায়দার চৌধুরী লিটন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ছাতক পৌরসভার মেয়র কামাল চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,শংকর দাস,জুনেদ আহমদ,পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক সহ সভাপতি খায়রুল কবির রুমেন,সাবেক দপ্তর সম্পাদক এড.নুরে আলম সিদ্দিকী উজ্জল,এড.শামছুন নাহার বেগম শাহানা রব্বানী,গোলাম সাবেরীন সাবু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ,সহ সভাপতি বিপ্লব তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কালিকুমার দাস, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ।
সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,১ কোটি ২৩ লাখ ভূয়া ভোটারের তালিকা প্রস্তুত করে আজিজ মার্কা নির্বাচনের মাধ্যমে আবারও যারা ক্ষমতায় আসতে চায় তারাই হচ্ছে বিএনপি। এ দলটি এখন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত নেতাশূন্য হয়ে দিশেহারা হয়ে আবুল তাবুল বলে বেড়াচ্ছে। এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছেন। বাকীরাও পালানোর চেষ্টা করছে। তারা বিভাগীয় সভা সমাবেশ এর নামে টাকা ছড়িয়ে জঙ্গীবাদকে সাথে নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পীয়ন হয়েছিল বাংলার মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায়না। তিনি বলেন,শেখ হাসিনা জাতির জনকের কন্যা,শেখের বেটি। তাঁকে আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই। তিনি ওয়ান এলিভেন এর সময় পালিয়ে যাননি। আমি ওবায়দুল কাদেরও পালাইনি। শেখ হাসিনার সাহস ও শক্তি দুটোই আছে। আমাদের মূল চালিকা শক্তিই হচ্ছে এই দেশের জনগন। যারা ভোরবেলা থেকে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এসে বসে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শুনার জন্য।
ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমি দুজনের নাম বলে যাবো। পকেটের লোক দিয়ে কমিটি গঠণ করবেননা। ৪৫ দিনের মধ্যে সকলের মতামত নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ঢেউ দেখে ওবায়দুল আনন্দে উচ্ছসিত ও অভিষিক্ত হন। হঠাৎ করেই তার মুখ দিয়ে বের হয়ে যায় একটি কবিতা। শেখ হাসিনার সরকার আবারও দরকার শ্লোগান দিয়ে তিনি বলেন,আবার আসিবো ফিরে,সুখে দু:খে ঢেউ খেলাবো সুরমা নদীর তীরে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১১,২০২৩//