‘সার্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা ” এই প্রতিপাদ্য-কে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
রোববার (১লা অক্টোবর) দুপুরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সুরমা সমৃদ্ধি ব্রাঞ্চের উদ্যোগে প্রবীণ দিবস উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের শাখা কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। পদক্ষেপ সুরমা ইউনিয়নের প্রবীণ কমিটির সভাপতি সাবেক পুলিশ সদস্য আ: মান্নানের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সুরমা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ও সমন্বয়কারী মো.বাদল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহসীন মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,সুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোছা. মাজেদা বেগম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঙ্গল মিয়া,বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম,শিক্ষক নেতা জুয়েল আহমদ,স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির আহমেদ পাবেল,সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনুর রাহমানসহ প্রবীণ কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post