আল-হেলাল,সুনামগঞ্জ : ১০ মার্চ বৃহস্পতিবার,সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগাইরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস এর উদ্যোগে ”বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)” এর আওতায় এক মহিলা সমাবেশ সম্পন্ন হয়েছে। মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান। জেলা তথ্য অফিস সুনামগঞ্জের উপপরিচালক (রুঃ দাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য, ম্যানেজিং কমিটির সভাপতি,শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধিগন। অনুষ্ঠানে বক্তারা,প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ,করোনা ভাইরাস প্রতিরোধ, করোনার টিকা গ্রহন,মাদকের ভয়াবহতা,নারীর ক্ষমতায়ন,বাল্যবিবাহ প্রতিরোধ,যৌতুক প্রতিরোধ,গুজব প্রতিরোধ,স্বাস্থ্য ও শিক্ষা এবং বর্তমান সরকারের অর্জিত সাফল্য সমূহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন
দৈনিক দেশতথ্য//এল//