Print Date & Time : 10 May 2025 Saturday 8:50 pm

সুনামগঞ্জে গণতান্ত্রিক মহিলা সমিতির কমিটি গঠন

সভাপতি একা বর্মন, সম্পাদক পপি

গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির কর্মীসভা সম্পন্ন হয়েছে। ১৬ জুলাই শনিবার বিকেলে সংগঠনের রায়পাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দিপ্তি রানী সরকার।

শ্রাবন্তী বাল্মীকি’র সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রতœাংকুর দাস জহর, সাইফুল আলম ছদরুল, আমির উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল প্রমুখ। সভায় একা বর্মন কে সভাপতি ও পপি বেগম কে  সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ পৌর শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি প্রতিমা চন্দ্র, সহ-সম্পাদক কানন দাস, সাংগঠনিক সম্পাদক দেবী লাল, দপ্তর সম্পাদক পূর্ণিমা চন্দ্র, প্রচার সম্পাদক শিপ্রা রায়, অর্থ সম্পাদক মমতা বেগম।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৯,২০২২//