Print Date & Time : 27 September 2025 Saturday 4:47 am

সুনামগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লা প্রতিকের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন,সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী,পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট শামস উদ্দিন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।