Print Date & Time : 21 July 2025 Monday 8:01 am

সুনামগঞ্জে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

আল হেলাল,সুনামগঞ্জ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের সভাপতিত্বে এবং জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শহিদুল ইসলাম বাবুল, আতিকুর রহমান শিহাব, দিরাই উপজেলা আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, শাল্লা উপজেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন, ছাতক উপজেলা আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সদস্য সচিব নূর উদ্দিন, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষকদল সভাপতি রোমেন আহমদ, দিরাই পৌর আহ্বায়ক মোহাম্মদ আলী, বিশ্বম্ভপুর উপজেলা আহ্বায়ক আব্দুল বাছিত, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মোবাকর হোসেন, ধর্মপাশা উপজেলা সভাপতি ডা. ফারুক এবং তাহিরপুর উপজেলা আহ্বায়ক লুৎফুর রহমান প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে আনিসুল হক বলেন, “নির্বাচন বানচাল করতে সুপরিকল্পিতভাবে নানা ইস্যু তৈরি করা হচ্ছে। কিন্তু কৃষক দল এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে। একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, “যারা বিভিন্ন পন্থায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”
সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি জানান এবং তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির তীব্র নিন্দা জানান।