Print Date & Time : 10 September 2025 Wednesday 10:54 am

সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ ঘটিকায় (২৩শে জুন) ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মী সমর্থকদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

বিকাল ৩ টায় শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন সলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন। গীতা পাঠ করেন এডভোকেট বিমান কান্তি রায়। সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আ.লীগ নেতা এডভোকেট চান মিয়া, এডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা আ.লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলা আ.লীগ নেতা এডভোকেট বিমান কান্তি রায়, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ মানিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক রাদ বখত প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৩,২০২৩//