আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি আকবর হোসেন খান পাটান (চিত্রনায়ক ফারুক) এমপির নির্দেশে এ্যারিকো ও ম্যাবকো ল্যাবরেটরী লিমিটেড এর সৌজন্যে সিলেট বিভাগের ৪টি জেলার বন্যার্ত শিল্পী সমাজের মধ্যে খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১লা জুলাই শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থ স্থানীয় শিল্পীসমাজের মাঝে উক্ত ত্রাণসামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় সমন্বয়কারী ও মুখপাত্র মোঃ আহসান সিদ্দিকী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী এম.এ মিলন মিয়া।
এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রদীপ পাল নিতাই,সহ-সভাপতি মুজাহিদ আলী,যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদ মান্না, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সরকার,জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিপন আচার্য্য,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ মুত্তাকীম আলী,জনশক্তি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অপরেশ কুমার দাস অপু, সহ আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা,কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম,সৈকত তালুকদার রনি,সেবুল আহমদ সাগর,মোঃ কালা মিয়া,সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক অণীশ তালুকদার বাপ্পু,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাউল শাহজাহান,সহ-সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল, প্রবীণ বাউল শিল্পী তছকীর আলী,জবান আলী,বাউল মিরাজ আলী,মাস্টার নুর আহমদ তারা মিয়া,গৌতম কর তপন ও আব্দুল কাহার প্রমুখ সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সমন্বয়কারী ও মুখপাত্র মোঃ আহসান সিদ্দিকী বলেন,এবারের বন্যায় দেশে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সংস্কৃতির জনপদ সুনামগঞ্জ জেলা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্তদের পাশে দাড়াতে আমরা ঢাকা থেকে ছুটে এসেছি।
দৈনিক দেশতথ্য//এল//