Print Date & Time : 7 September 2025 Sunday 7:06 am

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি

আল-হেলাল,সুনামগঞ্জ: ১৯মে বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহিমপুর,মইনপুর,সদরগড় এলাকাগুলোর পানি কিছুটা কমলেও একইদিন ভোরবেলা থেকে শহরের সুলতানপুর,আফতাবনগর,নবীনগরসহ পৌর এলাকার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

এর আগে মঙ্গলবার শহরতলীর ইব্রাহিমপুর,মইনপুর,সদরগড় ও পৌর এলাকার তেঘরিয়া আমপাড়াসহ বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়। সুরমা নদীর দক্ষিণ প্রান্তে সুনামগঞ্জ শহরের অবস্থান। শহরের দক্ষিণ অংশে দেখার হাওর রয়েছে। সিলেট থেকে ছাতক এবং ছাতক থেকে বন্যার পানি দেখার হাওর অতিক্রম করে আঘাত হানছে জেলা শহর সুনামগঞ্জের উপর। এতে করে পৌর এলাকার দক্ষিণ ও পূর্ব প্রান্তের গ্রামগুলো প্লাবিত হচ্ছে।

বৈরী আবহাওয়া বিরাজমান থাকলে রাতের মধ্যেই পানি বৃদ্ধি পেতে পারে। তবে জেলা সদরের কয়েকটি এলাকার পাশাপাশি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ রয়েছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা।

এবি//দৈনিক দেশতথ্য//মে২০,২০২২//