Print Date & Time : 3 July 2025 Thursday 10:29 am

সুনামগঞ্জে বাউল শিল্পীদের মাঝে ত্রাণ বিতরন

সুনামগঞ্জে বাউল শিল্পীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করা হয়েছে।

মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ বেগমের পাঠানো ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২ জুলাই)  দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সংগ্রহশালায় আনুষ্ঠানিকভাবে উক্ত ত্রাণসামগ্রী স্থানীয় বাউল শিল্পীদের মধ্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা নোমান বখত পলিন।

এতে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংগীত শিল্পী অধ্যক্ষ শেরগুল আহমেদ। বাউল সমিতির সভাপতি বাউল শাহজাহানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলালের পরিচালনায় এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি গীতিকার বাউল ওস্তাদ কাজল দেওয়ান ও সাধারন সম্পাদক গীতিকার বাউল লতিফ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক মীরাজ দেওয়ান, ইমন সরকার, তথ্য ও প্রচার সম্পাদক জহির দেওয়ান, দপ্তর সম্পাদক মতিন দেওয়ান, সহ-দপ্তর সম্পাদক বিজয় দাস, সদস্য জাহাঙ্গীর বয়াতি, সিলেট শাখার সমন্বয়কারী বাউল সূর্যলাল দাস, সাংস্কৃতিক সংগঠক ফিরোজ আহমদ, গীতিকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও গীতিকার আসাদ আল মাইজভান্ডারী প্রমুখ। পরে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির দেয়া খাদ্যসামগ্রী এবং বৃটিশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রতিনিধি ফারুক চৌধুরী প্রদত্ত শুকনো খাবার সুনামগঞ্জের ৫০ জন বাউল শিল্পীদের মধ্যে প্রদান করেন। মানিকগঞ্জের এমপি মমতাজ বেগমের পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,সোয়াবিন,চিনি,লবন ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

সভায় বক্তারা বলেন, এ পর্যন্ত যেসব ত্রাণসামগ্রী সুনামগঞ্জে এসেছে তার বেশীরভাগই বিভিন্ন শ্রেণিপেশার লোকজন পেলেও সুনামগঞ্জের বাউল শিল্পীরা বঞ্চিত রয়েছে। শহরতলীর বাইরে বিভিন্ন উপজেলায়,ইউনিয়নে ও গ্রামাঞ্চলে এখনও হাজার হাজার বাউল শিল্পী ও তাদের পরিবারবর্গরা ত্রাণের জন্য হাহাকার করছেন। তাদের পাশে যেমন উপজেলা প্রশাসন দাড়ানোর প্রয়োজন মনে করছেনা তেমনি বাউল শিল্পীদেরকে উপেক্ষা করে চলেছেন এলাকার জনপ্রতিনিধিরা পর্যন্ত। বক্তারা বাউল শিল্পীদের মধ্যে ত্রাণসামগ্রী প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ণ করছেন।    

আর//দৈনিক দেশতথ্য//২ জুলাই-২০২২//