Print Date & Time : 23 August 2025 Saturday 1:39 pm

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এক মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দি ছমেদনগর গ্রামে প্রকাশ্য দিবালোকে এ নৃশংস খুনের ঘটনা ঘটে।

ময়না তদন্ত শেষে শুক্রবার বাদ জুমআ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।

প্রত্যেক্ষদর্শীরা জানান,গত ৪০ বছর ধরে ভারতের মেঘালয় পাহাড়ের বনগাঁও সীমান্ত সংলগ্ন এলাকায় সরকারী খাস খতিয়ানের জায়গায় স্বপরিবারে বসবাস করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বধু মিয়ার সন্তান সমুজ আলী ও তার পরিবারবর্গরা। কিন্তু ঐ সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ ভোগদখলের চেষ্টা করে স্থানীয় চাঁদাবাজরা। উক্ত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সমুজ আলী। ঘটনার দিন মামলার আসামি যথাক্রমে একই গ্রামের ওমর আলী,খলিল মিয়া,মশ্রব আলী,আক্কাছ আলী,ফজই মিয়া,সুজন মিয়া,শাহিন,মুজিবুর,হাবিবুর ও আবেদ আলীসহ ১০/১৫ জনের একটি প্রতিপক্ষ গ্রুপ বসতঘরে অনধিকার প্রবেশ করে সমুজ আলীকে জোরপূর্বক ধরে বাড়ীর উঠানে এনে বেপরোয়া কিল ঘুষি ও লাথি মারতে থাকে। পাশাপাশি সমুজ আলীর বসত ঘরের পিছনের পুকুরে দেয়া বেড়ার নেটজাল ও বাঁশঝাড় কেটে নেয়। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সমুজ আলী মারা যান।

সংবাদ শুনে ওসি তদন্ত আরিফুর রহমান ও এসআই মাহমুদুল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ময়না তদন্ত সম্পন্ন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।