Print Date & Time : 5 July 2025 Saturday 8:27 am

সুনামগঞ্জে মন্ত্রীর ভাতিজা ও এমপির বোন সদস্য নির্বাচিত

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হূদা মুকুট। সোমবার (১৭ অক্টোবর) এর নির্বাচনে ৮ ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।

সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১নং সংরক্ষিত ওয়ার্ডে সেলিনা আবেদীন, ২নং ওয়ার্ডে বীনা জয়নাল, ৩নং ওয়ার্ডে ফৌজিআরা বেগম শাম্মী ও ৪নং ওয়ার্ডে নুরুন্নাহার চিনু নির্বাচিত হয়েছেন।

উপজেলা ওয়ারী নির্বাচিত সদস্যরা হচ্ছেন ১নং ওয়ার্ড ধর্মপাশায় চন্দন খান,২নং ওয়ার্ড মধ্যনগরে আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড তাহিরপুরে মো.মুজিবুর রহমান,৪নং ওয়ার্ড বিশ্বম্ভরপুরে হোসেন আলী, ৫নং ওয়ার্ড শাল্লায় টিকেন্দ্র চন্দ্র দাস,৬নং ওয়ার্ড দিরাইয়ে রায়হান মিয়া,৭নং ওয়ার্ড  জামালগঞ্জে দ্বিপক তালুকদার, ৮নং ওয়ার্ড জগন্নাথপুরে মাহতাবুল হাসান সমুজ আলী,৯নং ওয়ার্ড শান্তিগঞ্জে মনিরুজ্জামান বারী সুজন,১০ নং ওয়ার্ড সুনামগঞ্জ সদরে মনির উদ্দিন,১১ নং ওয়ার্ড দোয়ারাবাজারে আব্দুল খালেক এবং ১২ নং ওয়ার্ড ছাতকে হাজী শাহেদ মিয়া।

নির্বাচিতদের মধ্যে মনিরুজ্জামান বারী সুজন হচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপির ভাতিজা এবং নুরুন্নাহার চিনু সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিকের ছোট বোন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১৯,২০২২//

 

 

 

 

ক্টোবর ১৯,২০২২//