হোসাইন মাহমুদ শাহীন,সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম ইব্রাহিমপুর গ্রামে জেলা মহিলা সমাবেশে অনুষ্ঠিত হয়।
৩রা মার্চ বুধবার সকাল ১১টায় তথ্য অফিস আয়োজিত এ সমাবেশটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, গুজব, মাদক, বাল্যবিবাহ,জঙ্গীবাদ, নাশকতা, ইভটিজিং, দুর্যোগকালে সরকারের পদক্ষেপ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: আব্দুছ ছাত্তার (রু: দা:) এর সঞ্চালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত ঐ সমাবেশে আরও বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শিল্পী আল-হেলাল,সুরমা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য মোছাঃ তানজিনা বেগম রুকশানা ও গীতিকার নির্মল কর জনি ও তথ্য অফিসের এপিএই অপারেটর শরীফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন, জনস্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং সম্পর্কে প্রাম অঞ্চলের জনগনকে অবহিত ও সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলে সড়ক প্রচার,উঠান বৈঠক,উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান এবং মহিলা সমাবেশ অব্যাহত রেখেছে।
দৈনিক দেশতথ্য//এল//