Print Date & Time : 10 May 2025 Saturday 4:35 am

সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফতোয়া,গুজব ও অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে হেযবুত তওহীদের পথসভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ,ধর্ম ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ধর্মীয় সংস্কারমুলক মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদ সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন,সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের ন্যায় বিগত ২২/১১/২০২২ ইং তারিখ সন্ধ্যার পর জেলার বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় পলাশ বাজারে পথসভা করার সময় পলাশ বাজার জামে মসজিদের ইমাম হোসাইন আহমদের উস্কানিমূলক কথাবার্তায় বিশ্বম্ভপুর উপজেলার পলাশগাঁও গ্রামের সাধু মিয়ার ছেলে নুরুজ্জামান, গাজিরগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মুজিবুর রহমান,মেরুয়াখলা গ্রামের মুদি দোকানদার বাশার,কাচিরগাতি গ্রামের তরিকুল ইসলাম মোল্লা,অচুকোণা গ্রামের গোলাপ মিয়া (সাজাপ্রাপ্ত আসামী) গংদের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন উগ্রবাদী লোক শান্তিপূর্ণভাবে চলমান পথসভায় আকস্মিকভাবে হামলা করে। এসময় আইন শৃঙ্খলায় নিয়োজিত বিশ্বম্ভপুর থানার পুলিশ ও স্থানীয় জনসাধারণের হস্তক্ষেপে বড় ধরণের সন্ত্রাসী হামলার হাত থেকে জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রানে রক্ষা পান।

মোহাম্মদ জাকির হোসেন আরও জানান, হেযবুত তওহীদ সংগঠনের ২৬ বছরের ইতিহাসে দেশের প্রচলিত আইন ভঙ্গ করেনি এবং ভবিষ্যতেও ভঙ্গ করবেনা এটা হেযবুত তওহীদ সংগঠনের অঙ্গীকার। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় এই সংগঠনের কার্যক্রম চলমান আছে। সরকার সম্পূর্ণভাবে আমাদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল। দেশের ক্ষতির কারণ হয়, জনগণের ক্ষতির কারণ হয় আমরা কখনোই এমন কাজ করি নাই। ধর্ম ব্যবসা,জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সাবেক সভাপতি মো.ইসমাইল হোসেন, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি সারোয়ার আলম, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ, মো. তুহিন মিয়া ও ওয়ালি উল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ।