সুনামগঞ্জের সীমান্ত এলাকায় দুস্থ বিধবা বেকার প্রতিবন্দ্বী প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রশিক্ষণ শীর্ষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দর্জি বিজ্ঞান, ফ্যাশন ডিজাইন, ব্লক বাটিক ও স্ক্রীনপ্রিন্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বিকেল ৪ টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পুরান গুদিগাঁও নিবাসী বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ তোছাদ্দুক হোসেনের বাড়ীতে সমাজসেবা অধিদপ্তর ও সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন। জাহাঙ্গীরনগর ইউনিয়ন প্রতিবন্দ্বী সমাজকল্যাণ সমিতি এর সভাপতি প্রতিবন্দ্বী ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) এর কোঅর্ডিনেটর মোঃ আবু তাহের, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল,সেলাই প্রশিক্ষিকা শেফা বেগম,প্রশিক্ষক খসরু মিয়া,শিক্ষার্থী ফাহমিদা আক্তার, রত্না বেগম ও শাহানা আক্তার প্রমুখ।
উল্লেখ্য সীমান্ত এলাকা পুরান গুদীগাঁও গ্রামে বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্দ্বী ওমর ফারুকের বাড়ীতে বিগত ৫০ দিনে ২৫ জন করে ২ ব্যাচে মোট ৫০ জন প্রশিক্ষণার্থীদেরকে সেলাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) নামের এ সংস্থাটি।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//