মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ থেকে : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে নানান ধরনের ষড়যন্ত্রের মধ্যেও করোনা ভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক র্দূযোগ এর মোকাবেলা করে যাচ্ছেন।
সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের যে ভয়াবহ বন্যা হয়ে গেল তিনি তা নিজ চোখে যেমন দেখে গেছেন,তেমনি বানভাসী মানুষের সেবায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা পরবর্তী করণীয় বিষয়,নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন,খাদ্য সহায়তা প্রদান, নদী খনন ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাসহ বন্যাকালীন সময়ে জেলা প্রশাসন,প্রতিরক্ষা বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রধানমন্ত্রী কাজে লাগিয়েছেন।
সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যা পরবর্তী করণীয় এবং পূর্ণবাসন বিষয়ে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আজিজুস সামাদ আজাদ ডন এসব কথা বলেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এড. খায়রুল কবির রুমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জিপি এডভোকেট আখতারুজ্জামান আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শুক্কুর আলী, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল ওদুদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে,যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামীলীগ নেতা আশিকুল হক,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান কুবাদ,জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া,বরুণ কান্তি দে,কালিপদ রায়,ছাত্রলীগ নেতা দেওয়ান জিসান এনায়েত রেজা,নজরুল ইসলাম,আব্দুর রশিদ,তামিম আহমদ, রুমন মিয়া ও ওহি আলম রেজা প্রমুখ।
সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু ও সাবেক সাধারন সম্পাদক চৌধুরী এমরানুল হকসহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিগণ। পরে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে সুনামগঞ্জ জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা (কামাল উদ্দিন) রচিত ৫০টি গানের একটি বিশেষ ফোল্ডার আজিজুস সামাদ আজাদ ডন এর হাতে হস্তান্তর করেন বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল।
আর//দৈনিক দেশতথ্য//১৯ জুলাই/২০২২//

Discussion about this post