সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের এক কর্মচারীকে এক লাখ সত্তর হাজার টাকা মূল্যের চোরাই ঔষধ পাচারকালে আটক করেছে পুলিশ। আটক কর্মচারী মোস্তাফিজুর রহমান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার)।
পুলিশ জানায়,২৮ ডিসেম্বর বুধবার দিবাগত রাত দেড়টার সময় সে হাসপাতালের ষ্টোর থেকে ঔষধ চুরি করে। চুরি করা ওষূধ নিয়ে সে পৌরসভার ময়নার পয়েন্টস্থিত বাসায় আসে। এ সময় সদর মডেল থানার টহলরত এসআই জিয়াউর করিম মোস্তাফিজুর রহমানকে ওষুধসহ আটক করে। ঔষধ চুরির খবর শহরময় ছড়িয়ে পড়লে ষ্টোরকিপার সোলেমান আহমদ ২ লাখ দিয়ে চুরির মামলা ধামাচাপা দিতে তৎপর হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম (আরএমও) বলেন, মোস্তাফিজুর রহমান সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। পুলিশ বলেছে, তাকে সন্দেহজনক কারণে গ্রেপ্তার করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মো.ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোস্তাফিজুর রহমানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) কোর্ট হাজতে প্রেরণ করেছি। বিষয়টি যেহেতু দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় এবং গ্রেফতারকৃত ব্যক্তি সরকারী সেবা প্রতিষ্ঠানের কর্মচারী সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সিলেট সমন্বিত কার্যালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে প্রতিবেদন দাখিল করেছি।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৯,২০২২//